সাাঁথিয়া প্রতিনিধি-পাবনা: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পূর্ব মল্লিকপাড়ার কৃষক ওসমান গণিসহ অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন মালচিং পেপারে উন্নত জাতের চমেটো চাষ করে।
কৃষক ওসমান গণি বলেন মালচিং পেপারে টেমেটো চাষ করলে জমিতে আগাছাও বেশী হয়না উপরোন্ত জমির আদ্রতাও ঠিক থাকে। সেই সাথে গাছের রোগ বালাই ও পোকামাকড়ের উপদ্রবও কম থাকে। আরেক কৃষক রেজাউল বলেন জমিতে থোকায় থোকায় টমেটো ধরেছে দেখতেই ভাল লাগে। তিনি আরোও বলেন সামনে রোজা। রোজার মাসে বাজারে কম দামে টমেটোর চাহিদা মেটাতে পারব ইনশাল্লাহ। ঐ এলাকায় কৃষকদের মধ্যে মালচিং পেপারে টমেটো চাষে ব্যাপক সাড়া ফেলেছে।
পিপিডির কৃষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ বলেন- মালচিং পদ্ধতিতে টমেটো চাষ এলাকায় নতুন। পিপিডির সহযোগিতায় কৃষক ১০/১১ বিঘা টমেটো চাষ করে ফলাফল খুবই ভাল পেয়েছে। আশা করছি এই পদ্ধতিতে টমেটো চাষ এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পরবে।
এ জাতীয় আরো খবর..